হৃদয়ে ছিলে জেগে

উত্তরাদি ছিলেন একাধারে শিক্ষক, লেখক এবং গবেষক। শিক্ষক উত্তরাদিকে চিনেছি ছাত্রীদের কাছ থেকে। বেথুন কলেজের ছাত্রীদের ইউ. সি ম্যাডামকে নিয়ে খুবই গর্ব ছিল। এক প্রতিষ্ঠিত ছাত্রীর কথায় জানতে পেরেছিলাম যে যারা ভবিষ্যতে গবেষণা করেছে উত্তরাদির অধ্যাপনায় তারা খুবই উপকৃত হয়েছে। আর একজন ছাত্রী বলেছিল যে উত্তরাদি ওদের স্বাধীনভাবে ভাবতে শিখিয়েছিলেন।

by কুমকুম চট্টোপাধ্যায় | 25 December, 2020 | 781 | Tags : Uttara Chakraborty Professor Philosopher and Guide Full of Life